Khoborerchokh logo

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসির স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ,৭ ধর্ষক গ্রেফতার 414 0

Khoborerchokh logo

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসির স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ,৭ ধর্ষক গ্রেফতার

মোছাদ্দিকুর রহমান মুছা:

কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবিপুর (করিমের মেইল) এলাকায় এ সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। মোবাইল উপহার দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসির স্ত্রী(২৫) কে পালাক্রমে ধর্ষণ শিকার করে সংঘবদ্ধ যুবকের দল । এ ঘটনায় অভিযুক্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ই ডিসেম্বর সকালে ঐ নারীর মা বাদী হয়ে আট জনকে আসামী করে কাপাসিয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়েরের পর বেলা ১২টায় মামলা নম্বর-১৬/২০২০ রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃরা হলেন মোস্তফা বেপারীর ছেলে নোমান বেপারি (২০),মহসিন বেপারির ছেলে জুবায়ের বেপারি(২১),মফিজ সরদারের ছেলে মোরসালিন সরদার (২২), এহসান বেপারীর ছেলে সাকিব (২২),মৃত সফুর উদ্দিনের ছেলে মাসুম (২০),শামসুল হক ভূঁইয়ার ছেলে রাকিব (২১),বাদল মোড়লের ছেলে মাহফুজুল হক(২০)।মামলার মূল আসামি আইন উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮) পলাতক রয়েছে।কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, প্রবাসী স্ত্রী এক সন্তানের জননী নরসিংদী জেলার মনোহরদী এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন।আসামী সাখাওয়াত হোসেন ভিকটিমের পূর্ব পরিচিত মোবাইল ফোনের মাধ্যমে।ভিকটিম ১৬ই ডিসেম্বর কাপাসিয়ার তরগাঁও এলাকায় মায়ের বাড়ি বেড়াতে আসেন। ১৭ই ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সাখাওয়াত হোসেন ভিকটিমকে একটি মোবাইল উপহার দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।পরে সন্ধ্যা ৭টার দিকে সাখাওয়াত ও অন্যান্য আসামিরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে এবং আসামিরা গৃহবধূকে আটকে রেখে ভিকটিমের মায়ের মোবাইল নম্বরে ফোন দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে অন্যথায় হত্যার হুমকি দেয়।শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com